হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়ম

হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়ম : Rules for retrieving lost TIN certificates. যদি কোনো কারনে আপনার টিন সার্টিফিকেট হারিয়ে যায়। তাহলে চিন্তার কোনো দরকার নেই।

হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়ম
হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়ম

কেননা, আপনি চাইলে খুব সহজেই আপনি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট বের করতে পারবেন। আর উক্ত কাজ টি করার জন্য আপনার নকল কপি না থাকলেও চলবে। 

এবং কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট ফেরত নিয়ে আসতে পারবেন। সে বিষয় ‍গুলো নিয়ে এখন আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দিবো।

তো চলুন, আর দেরী না করে সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক। 

অনলাইনে হারানো টিন সার্টিফিকেট বের করার উপায়

তো যদি কোনো ধরনের অনাকাঙ্খিত কারণে আপনার টিন সার্টিফিকেট হারিয়ে যায়। এবং সেই সময় যদি আপনার নিকট কোনো ধরনের টিন সার্টিফিকেট এর নকল কপি না থাকে।

তাহলেও আপনি আপনার সেই হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট বের করতে পারবেন। কেননা, বর্তমান সময়ে মোট দুইটি পদ্ধতি ফলো করে টিন সার্টিফিকেট বের করা সম্ভব। যেমন, E Return ওয়েবসাইট থেকে টিন সার্টিফিকেট সংগ্রহ করা ।

এবং দ্বিতীয় পদ্ধতি হলো, E-Tin Registration ওয়েবসাইট থেকে আবার টিন সার্টিফিকেট ডাউনলোড করা। 

মূলত কোনো কারণে যদি আপনি আপনার নিকট থাকা টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেন। তাহলে আপনি উপরের পদ্ধতির মাধ্যমে খুব সহজে হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। 

তবে আপনি যদি উপরের পদ্ধতি ফলো করে আপনার টিন সার্টিফিকেট সংগ্রহ করতে চান। তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে।

আর সেই নিয়ম গুলো নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো। এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি উক্ত ধাপ গুলো খুব সহজ ভাবে তুলে ধরার জন্য। 

পদ্ধতি১: টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করার নিয়ম

তো আপনি যদি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনরায় পেতে চান। তাহলে আপনাকে সেই টিন সার্টিফিকেট এর মধ্যে থাকা ১২ ডিজিট এর নম্বর এর প্রয়োজন হবে। এবং সেই সাথে উক্ত টিন সার্টিফিকেট এর মধ্যে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিলো। সেই মোবাইল নম্বর এর প্রয়োজন হবে।

আর যখন আপনার নিকট উপরোক্ত তথ্য ‍গুলো থাকবে। তখন আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন, 

  1. হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট ফেরত আনতে হলে সবার প্রথমে https://etaxnbr.gov.bd এই ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে। 
  2. এবং তারপর আপনি সবার বামপাশে E-Return নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে। 
  3. এবার আপনি ডানপাশে লগ ইন ও রেজিষ্ট্রেশন করার অপশন গুলো দেখতে পারবেন। 
  4. তো এখানে আপনাকে Registration নামক অপশনে ক্লিক করতে হবে। 

এখানে একটা কথা বলে রাখা উচিত। সেটি হলো, আপনি যখন রেজিষ্ট্রেশন অপশন এর মধ্যে ক্লিক করবেন। তখন আপনাকে পুনরায় নতুন করে রেজিষ্টার এর মাধ্যমে  টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হবে।

এবং তারপর আপনি সেই টিন সার্টিফিকেট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। 

  1. এবার Registration অপশন এর মধ্যে ক্লিক করলে সবার উপরে “Enter Your TIN” নামের অপশনে আপনার ১২ ডিজিট এর টিন নম্বরটি বসিয়ে দিবেন। 
  2. তার ঠিক নিচের অপশনে থাকা বক্স এর মধ্যে আপনার মোবাইল নম্বর টি বসিয়ে দিবেন। 
  3. এরপর আপনি একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। আপনাকে সেই ক্যাপচা কোড টি সঠিক ভাবে পূরন করতে হবে। 
  4. এখন আপনার দেওয়া মোবাইল নম্বর এর মধ্যে একটি ৬ সংখ্যার কোড নম্বর যাবে। আপনাকে সেই কোড নম্বর টি প্রদান করতে হবে।
  5. তারপর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। 

মনে রাখবেন, এখানে আপনি যে পাসওয়ার্ড টি ব্যবহার করবেন। সেটি অবশ্যই অনেক শক্তিশালী হতে হবে। সেজন্য আপনি (Capital Letter|+ Small Letter+Number) এই ধরনের ফরম্যাটে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন, Bd1971++##.

আর যখন আপনি উপরের তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করবেন। এবং সবশেষে যখন Verify নামক অপশন এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনাকে নিচের কাজ গুলো করতে হবে। যেমন, 

  1. আবার পুনরায় E Return এর সিস্টেম থেকে Sign in করে নিতে হবে। 
  2. তারপর আপনি Tex Record নামক অপশন থেকে আপনার টিন সার্টিফিকেট এর লিংক এর মধ্যে ক্লিক করতে হবে। 
  3. এরপরে আপনি আপনার টিন সার্টিফিকেট এর লিংক থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। 

তো আপনি যদি উপরের পদ্ধতি গুলো সঠিক ভাবে ফলো করতে পারেন। তাহলে আপনি খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট আবার ফেরত আনতে পারবেন।

আশা করি, এই কাজটি করতে আপনার কোনো ধরনের সমস্যা হবেনা।

পদ্ধতি ২: E TIN ওয়েবসাইট থেকে টিন সার্টিফিকেট বের করার নিয়ম

আমি আলোচনার শুরুতেই আপনাকে বলেছি যে, আপনি মোট ২ টি উপায়ে হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট বের করতে পারবেন।

তার মধ্যে প্রথম পদ্ধতি টি নিয়ে উপরে বিস্তারিত বলা হয়েছে। তো এবার আমি আপনাকে টিন সার্টিফিকেট ফেরত পাওয়ার দ্বিতীয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলবো। 

আর আপনি যদি দ্বিতীয় পদ্ধতি ফলো করে আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট বের করতে চান। তাহলে আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করতে হবে। তো চলুন এবার তাহলে সেই পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ধাপ ১- e Tin Username বের করুন

দেখুন, আপনি যখন ই-টিন এর জন্য আবেদন করেছিলেন। তখন আপনাকে নির্দিষ্ট একটি username এবং একটি Password দিতে হয়েছিলো। তো যদি আপনি এই তথ্য গুলো জানা থাকে।

তাহলে আপনাকে সেগুলো দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। তবে কোনো কারণে যদি আপনি আপনার টিন সার্টিফিকেট এর মধ্যে থাকা ইউজারনেম ও পাসওয়ার্ড মনে না থাকে।

তাহলে সবার আগে আপনাকে এগুলো বের করতে হবে। তাহলেই আপনি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট ফেরত আনতে পারবেন।

কিভাবে হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট এর username ফেরত আনবেন?

আপনি যদি আপনার টিন সার্টিফিকেট এর ইউজারনেম ফেরত আনতে চান। তাহলে সবার আগে আপনাকে E-Tin Registration এর ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে।

তারপর আপনি সবার ডানপাশে Forget Password নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেই অপশন এর মধ্যে ক্লিক করতে হবে। আর উক্ত অপশনে ক্লিক করার পর আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন, 

  1. এবার আপনি মোট দুইটি অপশন দেখতে পারবেন। সেগুলো হলো, Forgot my username এবং Forgot my password. তো আপনাকে প্রথম অপশনে টিক মার্ক দিতে হবে। 
  2. এবার সবার প্রথমে আপনাকে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। যেহুতু আপনি একজন বাংলাদেশী, তাই এখানে দেশ হিসেবে Bangladesh সিলেক্ট করে দিবেন। 
  3. এখন আপনি রেজিষ্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন। আপনাকে সেই মোবাইল নম্বর টি প্রদান করতে হবে। 
  4. তারপর আপনি একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। আপনাকে সেই ক্যাপচা কোড টি সঠিক ভাবে পূরণ করে দিতে হবে। 
  5. এই যাবতীয় তথ্য গুলো দেওয়ার পরে ‘Next’ নামক অপশন এর মধ্যে ক্লিক করতে হবে। 

অনেক সময় দেখা যায় যে, আমরা টিন সার্টিফিকেট এর রেজিষ্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বর টি ব্যবহার করছি, সেটা মনে থাকেনা। তো এমন পজিশনে আপনি যদি আপনার সকল মোবাইল নম্বর দিয়ে ট্রাই করবেন। 

আর যদি কোনো কারণে আপনি ভুল মোবাইল নম্বর প্রদান করেও থাকেন। তাহলে আপনি দেখতে পারবেন যে, সেই মোবাইল ভুল হলে, user id is inactive এই লেখা টি দেখতে পারবেন।

তবে আপনি যখন সঠিক মোবাইল নম্বরটি দিতে পারবেন। তখন আপনাকে বেশ কিছু প্রশ্ন করা হবে। এবং আপনাকে সেই প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে হবে। 

Security Question in TIN Registration

যদি আপনি কোনো কারণে আপনার টিন সার্টিফিকেট এর মোবাইল নম্বর কিংবা পাসওয়ার্ড ভুলে যান। তাহলে আপনি যখন সেগুলো পুনরুদ্ধার করতে চাইবেন।

তখন আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। আর আপনি যখন সেই প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদান করবেন। তারপর আপনি আপনার পাসওয়ার্ড কিংবা ইউজারনেম গুলো পুনরুদ্ধার করতে পারবেন। 

তো যখন আপনি সেই সিকিউরিটি প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিবেন। তারপর আপনার মোবাইল নম্বর এর মধ্যে আবার একটি OTP Code পাঠানো হবে।

আপনাকে সেই কোডটি বসিয়ে দিতে হবে। আর যখন আপনি সেই ওটিপি কোড টি দিবেন। তারপর আপনি আপনার হারিয়ে যাওয়া একাউন্ট এর সকল তথ্য গুলো দেখতে পারবেন।

ধাপ ২- ই টিন একাউন্টের Password পুনরায় সেট করুন

তো আপনি যদি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট বের করতে চান। এবং আপনি যদি আপনার একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে যান।

তাহলে আপনাকে আরো বেশ কিছু কাজ করতে হবে। কেননা, আপনি যতক্ষন পর্যন্ত আপনার একাউন্ট এর সঠিক পাসওয়ার্ড দিতে পারবেন না। ততোক্ষন আপনি আপনার টিন সার্টিফিকেট ফেরত আনতে পারবে না। 

আর আপনি যদি আপনার টিন সার্টিফিকেট এর পাসওয়ার্ড ফেরত আনতে চান। তাহলে আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন, 

  1. সবার প্রথমে আপনি Forgot My Password নামক অপশন এর মধ্যে ক্লিক করুন। 
  2. তারপর আপনাকে আপনার User Id দিতে হবে। 
  3. এবং আপনার নিকট যে ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে। সেটি আপনাকে বসিয়ে দিতে হবে। 

তো যখন আপনি উপরের কাজ গুলো করতে পারবেন। তখন আপনি Recover My Account নামের একটি অপশন দেখতে পারবেন।

এবং উক্ত অপশন এর মধ্যে ক্লিক করার পর। আপনাকে পুনরায় নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। আর পরবর্তী সময়ে এই পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগ ইন করতে পারবেন। 

ধাপ ৩- টিআইএন সার্টিফিকেট ডাউনলোড

যদি আপনি উপরের পদ্ধতি গুলো সঠিক ভাবে ফলো করতে পারেন। তাহলে আপনার কাজ শেষ, এখন আপনি আপনার সুবিধা মতো টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

তবে আপনি যদি আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে নিচের পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন, 

  1. সবার প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  2. তারপর আপনাকে পুনরায় লগ ইন করতে হবে। 
  3. আর লগইন করার জন্য আপনি আপনার User Id এবং নতুন সেট করা Password টি প্রবেশ করুন। 
  4. যখন আপনি লগ ইন করবেন। তারপর আপনি View Tin Certificate নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে। 
  5. তারপর আপনি আপনার টিন সার্টিফিকেট দেখতে পারবেন। 
  6. এবার আপনি চাইলে উক্ত সার্টিফিকেট টি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন। 

তো আপনি উপরের পদ্ধতি অনুসরন করে অনলাইনে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আশা করি, এতে আপনার কোনো ধরনের সমস্যা হবেনা। 

হারানো টিন সার্টিফিকেট নিয়ে আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আপনার যদি টিন সার্টিফিকেট হারিয়ে যায়। তাহলে কিভাবে আপনি আপনার হারানো টিন সার্টিফিকেট বের করবেন।

সেই উপায় গুলো আজকে ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। আর আমার বিশ্বাস আছে যে, আপনি যদি উপরে দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করেন। তাহলে আপনার টিন সার্টিফিকেট বের করতে সমস্যা হবেনা। 

তবে এরপরও যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের অজানা বিষয় গুলো খুব সহজ ভাষায় জানতে হলে, আমাদের সাথে থাকবেন।

ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্। ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top