টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে? জানুন সঠিক উত্তর

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে ? আমাদের অনেক সময় মনে প্রশ্ন জাগে যে, টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে? জানুন সঠিক উত্তর
টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

আবার আমরা অনেকেই জানতে চাই যে, এই টিন সার্টিফিকেট আসলে কি। তো আজকে আপনাকে এই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত বলবো।

তাই আপনি যদি এই অজানা বিষয় গুলো সম্পর্কে পরিস্কার ধারনা নিতে চান। তাহলে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়ার চেষ্টা করুন।

আপনি আরোও জানতে পারবেন…

Table of Contents

টিন সার্টিফিকেট কি?

কোনো একজন করদাতা কে শনাক্ত করার জন্য অন্যতম একটি মাধ্যম হলো, টিন সার্টিফিকেট। কেননা, একটি টিন সার্টিফিকেট এর মধ্যে আইডেন্টিফাই করার জন্য নম্বর যুক্ত করা থাকে।

যার মাধ্যমে একজন করদাতা কে খুব সহজেই শনাক্ত করা সম্ভব। আর প্রত্যেক টি করদাতার তথ্য গুলোকে আলাদা আলাদা ভাবে রেজিষ্টার করা হয়ে থাকে। 

এছাড়াও এই ধরনের টিন সার্টিফিকেট এর মধ্যে কোনো একজন ব্যক্তির বার্ষিক আয় উল্লেখ করা থাকে। উক্ত ব্যক্তির যে মোট সম্পদ রয়েছে, সেই সম্পদের পরিমান উল্লেখ করা থাকে।

আর এই তথ্য গুলো ইনকাম ট্যাক্স বিভাগ এর মধ্যে প্রেরণ করা হয়ে থাকে। আর নির্দিষ্ট একজন ব্যক্তির এইসব তথ্য যুক্ত ডকুমন্টেস কে বলা হয়, টিন সার্টিফিকেট।

কখন কর দিতে হবে?

দেখুন, একজন ব্যক্তিকে ঠিক তখনি কর প্রদান করতে হবে। যখন সেই ব্যক্তির নির্ধারিত আয় থাকবে। আর আপনার বাৎসরিক কত টাকা ইনকাম থাকলে কর প্রদান করতে হবে।

সেটা কিন্তুু বাংলাদেশ ইনকাম ট্যাক্স বিভাগ থেকে ষ্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তো যখন তাদের নির্ধারিত আয় এর পরিমান অনুযায়ী আপনিও আয় করতে পারবেন।

তখন আপনাকেও কর প্রদান করতে হবে। কিন্তুু যদি আপনি তাদের নির্ধারিত আয় এর থেকে কম পরিমান টাকা আয় করেন।

তাহলে আপনাকে কোনভাবেই এর কর এর মধ্যে আওতাভুক্ত করা হবেনা। তাই আমাদের সব মানুষ কে যে কর প্রদান করতেই হবে, এমন ধারনা সম্পূর্ণ ভুল।

কত টাকা আয় হলে কর দিতে হবে?

আমি শুরুতেই একটা কথা বলেছি, সেটি হলো আপনি যখন ইনকাম ট্যাক্স বিভাগ এর দেওয়া আয় এর পরিমান অনুযায়ী বাৎসরিক আয় করতে পারবেন।

তখন আপনাকেও কর প্রদান করতে হবে। আর এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, কত টাকা আয় হলে কর দিতে হবে।

তাই নিচে আমি একটি তালিকা প্রদান করলাম। যেখান থেকে আপনি উক্ত বিষয় টি সম্পর্কে সঠিক তথ্যটি জানতে পারবেন। 

  1. পুরুষের বার্ষিক ইনকাম ৩ লক্ষ টাকার বেশি হলে,
  2. মহিলাদের বার্ষিক ইনকাম ৩ লক্ষ ৫০ হাজার এর বেশি হলে,
  3. তৃতীয় লিঙ্গ বা বয়স ৬৫ এর বেশি ব্যক্তির আয় ৩ লাখ ৫০ হাজার এর বেশি হলে,
  4. যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কিংবা প্রতিবন্ধিদের ইনকাম ৪ লক্ষ ৭৫ হাজার এর বেশি হলে। 

তো উপরে আপনি দেখতে পাচ্ছেন যে, একজন ব্যক্তির আসলে কি পরিমান ইনকাম থাকলে তাকে কর দিতে হবে।

কিন্তুু আপনি একজন সাধারন মানুষ হয়ে যদি নির্ধারিত টাকার পরিমান এর চেয়ে কম ইনকাম করেন। তাহলে আপনাকে কোনো ধরনের কর প্রদান করতে হবেনা।

নুন্যতম আয়করের তালিকা

এতক্ষনের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, নির্ধারিত ইনকাম থাকলে তাকে করা প্রদান করতে হবে।

কিন্তুু আপনার বার্ষিক কি পরিমান ইনকাম হলে কত টাকা কর প্রদান করতে হবে। সে সম্পর্কে জেনে নেওয়াটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

আর আপনি যেন এই বিষয়টি সম্পর্কে আরো পরিস্কার ভাবে বুঝতে পারেন। সে কারনে এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যেখান থেকে আপনি উক্ত বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। যেমন, 

  1. আপনার প্রথম আয় যদি ৩ লাখ টাকা হয়। তাহলে আপনি একেবারে করমুক্ত থাকতে পারবেন। 
  2. তবে যখন আপনার আয় এর পরিমান ৩ লাখ এর বেশি হবে। তখন পরবর্তী ১ লাখ টাকার জন্য আপনার কর ধরা হবে, ৫%. যার পরিমান হলো, ৫ হাজার টাকা। 
  3. এর পরবর্তী আরো ১ লাখ টাকা আয়ের পরিমান হিসেবে আপনার কর এর পরিমান হবে, ১০%. যার পরিমান হলো, ১০ হাজার টাকা। 

তো উপরে আপনি দেখতে পাচ্ছেন যে, কোনো একজন ব্যক্তির কি পরিমান টাকা ইনকাম থাকলে। তাকে কত টাকা পর্যন্ত কর প্রদান করতে হবে। আশা করি, উক্ত বিষয় টি সম্পর্কে আপনি পরিস্কার ধারনা পেয়ে গেছেন। 

টিআইএন থাকলেই আপনার আয়কর রিটার্ন দিতে হবে/ টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, টিন সার্টিফিকেট কাকে বলে। কিন্তুু এটি জানার পর এখন অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকবে।

সেটি হলো, টিআইএন থাকলেই আপনার আয়কর রিটার্ন দিতে হবে/ টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে কিনা। 

আর আপনার মনে যদি এমন প্রশ্ন জেগে থাকে। তাহলে আমি বলবো যে, না। টিআইএন থাকলেই আপনার আয়কর রিটার্ন দিতে হবে/ টিন সার্টিফিকেট থাকলেই কি কর দেওয়ার প্রয়োজন পড়বে না।

কেননা, এই কর শুধুমাত্র নির্দিষ্ট আয়ের মানুষের উপর নির্ধারন করা হয়েছে। যেমন ধরুন, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন।

এবং আপনার ইনকাম যদি বছরে ৩ লাখ টাকার বেশি হয়। তাহলে আপনাকে আয়কর প্রদান করতে হবে। অপরদিকে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন।

এবং আপনার বার্ষিক ইনকাম এর পরিমান যদি ৩ লক্ষ ৫০ হাজার এর বেশি হয়। তাহলে কিন্তুু আপনাকে আয়কর প্রদান করতে হবে। 

তবে আপনি যদি এর থেকে বছরে কম পরিমান টাকা আয় করেন। তাহলে আপনাকে এই আয়কর এর আওতায় আনা হবেনা। আর আপনাকে কোনো প্রকারের ট্যাক্স প্রদান করতে হবেনা।

তবে শুধুমাত্র এই পরিমান নয়। বরং আয়কর প্রদান করার আরো অনেক বিষয় আছে। যেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। 

যেমন, আমাদের মধ্যে থাকা যেসকল মানুষ তৃতীয় লিঙ্গের। এবং তাদের বয়স যদি ৬৫ বছর কিংবা এর থেকে বেশি বছর বয়স হয়। তাহলে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি আয় থাকলে তাকে কর প্রদান করতে হবে। 

আবার যদি কোনো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কিংবা কোনো প্রতিবন্ধি ব্যক্তির বাৎসরিক আয় এর পরিমান ৪ লক্ষ ৭৫ হাজার টাকার বেশি হয়।

তাহলে তাদের কে এই আয়কর এর আওতায় আনা হবে। অর্থ্যাৎ তাদের কর প্রদান করতে হবে। 

কিন্তুু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যাদের মধ্যে একটা ভ্রান্ত ধারনা আছে। সেটি হলো, তারা সবাই মনে করে যে, তাদের নিকট যদি টিন সার্টিফিকেট থাকে।

তাহলে তাদেরকেও কর প্রদান করতে হবে। তো যারা আসলে এমনটা মনে করেন, তাদের ধারনা সম্পূর্ণ ভুল। 

কারন, আপনার যদি কর প্রদান করার মতো বার্ষিক আয় হয়ে থাকে। তাহলেই আপনাকে কর প্রদান করতে হবে। অন্যথায় যদি আপনার আয় এর পরিমান কম থাকে।

তাহলে আপনাকে কোনো ধরনের কর প্রদান করার দরকার হবেনা। 

কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকলে কর দিতে হবে না

আপনি হয়তবা জেনে থাকবেন যে, এমন অনেক আয়ের উৎস রয়েছে। আপনি যদি সেই উৎস গুলো থেকে টাকা ইনকাম করেন। তাহলে আপনার কর মুক্ত করার বিশেষ একটি সুযোগ প্রদান করা হবে। যাকে বলা হয়, কর অব্যাহতি কিংবা কর ছাড়। যেমন, 

  1. আপনি যদি বিদেশে থাকেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করেন। তাহলে আপনার কর অব্যহতি হতে পারে। 
  2. যদি আপনি সরকারি কোনো ভাতা ও পেনশন পান। তাহলে আপনার ধার্য করা কর অব্যাহতি হতে পারে। 
  3. আবার আপনি যদি নিজ উদ্যোগে কোনো গরু, ছাগল, হাঁস, মুরগীর ব্যবসা থেকে প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত আয় করেন। তাহলে আপনারও কর মুক্ত বা অব্যাহতির সুযোগ থাকবে। 

তো এমন কোন ধরনের আয়ের উৎস আছে। যেগুলো থেকে একজন ব্যক্তি আয় করলে তাকে আর কর দেওয়ার প্রয়োজন পড়বে না।

সেই বিষয় গুলো উপরে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি এই মাধ্যম গুলো থেকে ইনকাম করেন। তাহলে আপনারও কর অব্যাহতি হবে। 

টিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন দিতে হবে কিনা?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, টিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন দিতে হবে কিনা।

আর যারা এই প্রশ্নটি করেন, তাদের বলবো টিন সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে।

কারন, আপনি যদি ২০২১-২২ এর আয়কর এর নির্দেশনা এর দিকে লক্ষ্য করেন। তাহলে আপনি দেখতে পারবেন যে, সেখানে একটা বিষয় ষ্পষ্ট করে উল্লেখ করা আছে।

সেটি হলো, যদি আপনার নিকট ১২ ডিজিট এর টিন সার্টিফিকেট থাকে। তাহলে আপনাকে আয়কর রিটার্ণ জমা দিতে হবে। 

কিন্তুু এই নির্দেশনার মধ্যে পরবর্তীতে আরো বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কারন, ২০২২-২৩ এর আয়কর নির্দেশনায় একটা বিষয় ষ্পষ্ট করে বলা হয়েছে।

আপনি আরোও জানতে পারবেন…

সেটি হলো, যদি কোন একজন ব্যক্তির নিকট টিন সার্টিফিকেট থাকে। তাহলে সেই ব্যক্তিকে আর আয়কর রিটার্ণ দিতে হবেনা। 

তবে যদি আপনার করযোগ্য আয় এর পরিমান থাকে। তাহলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করার প্রয়োজন পড়বে।

এবং আপনিও যদি সেই তালিকা তে আওতাভুক্ত থাকেন। তাহলে আপনাকে আয়কর রিটার্ণ দাখিল করার দরকার হবে। 

২০২৪ থেকে টিআইএন থাকলেই রিটার্ন দিতে হবে না

আমি উপরের আলোচনা তে ২০২২-২৩ এর আয়কর নির্দেশিকায় একটা কথা বলেছি। সেটি হলো, কারা বাধ্যতামূলক আয়কর দাখিল করবেন।

সেটি সম্পর্কে উক্ত নির্দেশিকা তে ষ্পষ্ট করে উল্লেখ করা আছে। তো উক্ত নির্দেশিকা তে মোট দুই ধরনের ব্যক্তির কথা উল্লেখ করা আছে। সেগুলো হলো,

  1. যে সকল ব্যক্তিদের করযোগ্য আয় রয়েছে। 
  2. যে সকল ব্যক্তিদের আবশ্যিক ভাবে রিটার্ন দাখিল করতে হবে। 

তাই আপনি যদি অন্যান্য ব্যক্তিদের থেকে কোনো ধরনের ভুল তথ্য শুনে থাকেন। তাহলে তাদের কথায় কোনো গুরুত্ব দিয়েন না।

বরং এখানে যা উল্লেখ করা আছে, সেই তথ্য গুলোর সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। তাহলে আপনার আর কোনো ধরনের সমস্যা হবেনা।

কখন বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে?

যদিওবা আমরা উপরের আলোচনা তে টিন সার্টিফিকেট নিয়ে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। তবে এবার আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো।

সেটি হলো, কখন বাধ্যতামূলক একজন ব্যক্তিকে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে। আর উক্ত বিষয় গুলো সম্পর্কে নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো। 

  1. করদাতা যখন তার মোট আয় এর পরিমান করমুক্ত সীমা অতিক্রম করবেন। তখন সেই ব্যক্তিকে বাধ্যতামূলক আয়কর রিটার্ণ দাখিল করতে হবে। 
  2. যদি কোনো ব্যক্তি এক বা একাধিক ফার্ম এর মালিক হয়ে থাকে। 
  3. আয়বর্ষ এর পূর্ববর্তী তিন বছর এর যে কোনো একটি বছরে একজন ব্যক্তির আয়কর নির্ধারন করা হয়ে থাকে কিংবা তার আয় এর পরিমান করযোগ্য হয়ে থাকে। 
  4. যখন কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট এক বা একাধিক শেয়ারহোল্ডার এর মালিক কিংবা সেই ব্যক্তি যদি শেয়ারহোল্ডার এর অংশীদার হয়। 
  5. যদি আপনি কোনো ব্যবসা কিংবা পেশার সাথে নির্বাহী বা ব্যবস্থাপনার সাথে জড়িত থেকে বেতন ভোগী কর্মী হয়ে থাকেন। 
  6. আপনার নিকট যদি এক বা একাধিক মোটরগাড়ী থাকে। এবং আপনি যদি সেগুলোর মালিক হয়ে থাকে।
  7. আপনি যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স নেওয়ার পর কোনো ধরনের ব্যবসা করেন। 
  8. কখনও যদি মূল্য সংযোজন কর এর অধীনে নিবন্ধিত হওয়া কোনো ধরনের ক্লাবের সদস্যপদ থাকে। 
  9. যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থার মধ্যে টেন্ডার এর মধ্যে অংশগ্রহন করলে। 
  10. আয়কর এর পেশাজীবী হিসেবে যখন জাতীয় রাজস্ব বোর্ড এর নিবন্ধিত থাকলে।
  11. কোনো ধরনের কোম্পানি বা গ্রুপ এর পরিচালনা পর্ষদের সাথে যুক্ত থাকলে।
  12. নির্দিষ্ট কোনো অস্ত্রের লাইসেন্স থাকলে।

তো উপরে আপনি যেসকল বিষয় দেখতে পাচ্ছেন। মূলত এই সকল বিষয়ের জন্য অবশ্যই বাধ্যতামূলক আয়কর রিটার্ণ দাখিল করতে হবে। আশা করি, উক্ত বিষয় টি সম্পর্কে আপনি একেবারে পরিস্কার ধারনা পেয়ে গেছেন। 

Faqs

কত টাকা পর্যন্ত আয়কর দিতে হয়না?

যদি কোনো একজন পুরুষ ব্যক্তির আয় এর পরিমান ৩ লাখ টাকা হয়। তাহলে সেই পুরুষকে কোনো ধরনের আয়কর দিতে হবেনা। আর যদি কোনো মহিলার বাৎসরিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকা হয়। তাহলে সেই মহিলা কে কোনো ধরনের আয়কর দিতে হবেনা। 

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?

আমরা অনেকেই মনে করি যে, টিন সার্টিফিকেট থাকলেই কর দিতে হয়। আসলে বিষয়টা এমন নয়। কেননা, আপনার নিকট টিন সার্টিফিকেট থাকলে কর দিতে হবেনা। বরং আপনার বাৎসরিক আয়ের উপর নির্ভর করে কর প্রদান করতে হবে। 

একজন ব্যক্তির মূল বেতন কত হলে আয়কর দিতে হয়?

যখন একজন ব্যক্তির মূল বেতন ১৬,০০০ টাকা বা এর থেকে বেশি বেতন হয়। তাহলে সেই ব্যক্তিকে আয়কর রিটার্ণ দিতে হবে। তবে সেই ব্যক্তির অবশ্যই করযোগ্য আয় থাকতে হবে। তাহলে সেই ব্যক্তিকে কর প্রদান করতে হবে। 

আমার নিকট টিন সার্টিফিকেট আছে, কিন্তুু আমার কোনো প্রকার আয় নেই। তাহলে কি আমাকে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে?

যদিওবা আগের দিন গুলো তে টিন সার্টিফিকেট থাকলেই আয়কর দেওয়ার প্রয়োজন হতো। তবে ২০২২-২৩ এর আয়কর নির্দেশনা অনুযায়ী টিন সার্টিফিকেট থাকলেই আয়কর দেওয়ার প্রয়োজন পড়বে না। 

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আজকের এই আলোচনা টি তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা আসলে টিন সার্টিফিকেট ও আয়কর সম্পর্কে জানতে চান। তো আশা করি, আজকের আলোচিত আলোচনা গুলো আপনি পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন। 

তবে এরপরও যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। 

আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top