টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম : আমরা যখন টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করি। তখন ভুলবশত আমাদের সেই সার্টিফিকেট এর মধ্যে দেওয়া তথ্য গুলো তে ভুল হয়।

টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম
টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

যেমন, আমাদের অনেকের মোবাইল নম্বর ভুল হয়, আবার কারো কারো মাতা পিতার নামের ভুল হয়। তো যখন আপনার টিন সার্টিফিকেট এর মধ্যে কোনো ধরনের ভুল হবে।

তখন আপনি খুব সহজেই সেই ভুল তথ্য গুলো সংশোধন করে নিতে পারবেন। কিন্তুু আপনি যখন আপনার টিন সার্টিফিকেট সংশোধন করবেন।

তখন আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। আর এবার আমি আপনাকে সেই টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম গুলো সম্পর্কে জানিয়ে দিবো। সেগুলো জানতে হলে, আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে।

টিন সার্টিফিকেট সংশোধন কি?

আমরা যখন আমাদের প্রয়োজনে টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করি। তখন আমাদের বিভিন্ন ধরন এর তথ্য দিতে হয়।

যেমন, নিজের নাম, পিতা ও মাতার নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ইমেইল আইডি ইত্যাদি। এবং এই যাবতীয় তথ্য গুলো টিন সার্টিফিকেট এর মধ্যে উল্লেখ করা থাকে। 

কিন্তুু যখন এই প্রদান করার তথ্য গুলো কোনো ধরনের ভুল থাকবে। তখন আপনাকে অবশ্যই ভুল তথ্য গুলো কে সংশোধন করে নিতে হবে।

আর যখন আপনি আপনার ভুল তথ্য গুলো সংশোধন করবেন। তখন তাকে বলা হবে, টিন সার্টিফিকেট সংশোধন। 

কেন টিন সার্টিফিকেট সংশোধন করবেন?

উপরের আলোচনা থেকে আমরা টিন সার্টিফিকেট সংশোধন কি তা জেনেছি। কিন্তু এখন অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকবে। সেটি হলো, কেন টিন সার্টিফিকেট সংশোধন করবো। 

আর আপনার মনেও যদি এমন প্রশ্ন জেগে থাকে। তাহলে শুনুন, যদি আপনার টিন সার্টিফিকেট এর মধ্যে কোনো তথ্যতে ভুল থাকে। তাহলে আপনি সেই সার্টিফিকেট দিয়ে আপনার প্রয়োজনীয় কাজ গুলো করতে পারবেন না। 

কেননা, যখন আপনি সেই সার্টিফিকেট দিয়ে কোনো ধরনের কাজ করতে পারবেন না। তখন কিন্তুু সেই সার্টিফিকেট আপনার কাছে রেখেও কোনো ধরনের লাভ হবেনা।

তাই আপনি যদি আপনার টিন সার্টিফিকেট এর সঠিক ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনাকে আপনার টিন সার্টিফিকেট সংশোধন করে নিতে হবে।

ই টিন সার্টিফিকেটের যেসব তথ্য সংশোধন করা যাবে?

দেখুন, একটি টিন সার্টিফিকেট এর মধ্যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে। আর সেই তথ্য গুলোর মধ্যে অধিকাংশ তথ্য গুলো সংশোধন করা যায়।

তবে আপনি একজন সাধারন মানুষ হিসেবে টিন সার্টিফিকেট এর কোন ধরনের তথ্য গুলো সংশোধন করতে পারবেন। সেগুলো তালিকা নিচে প্রদান করা হলো।

  1. আপনি আপনার জেন্ডার/লিঙ্গ ভুল থাকলে সেটি সংশোধন করতে পারবেন। 
  2. কোনো কারণে যদি আপনার পিতা ও মাতার নামে ভুল হয়, তাহলে সেটি সংশোধন করতে পারবেন। 
  3. টিন সার্টিফিকেট এর মধ্যে থাকা আপনার বর্তমান কিংবা স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারবেন। 
  4. এছাড়াও আপনি আপনার মোবাইল নম্বর বা আপনার ইমেইল এড্রেস সংশোধন করে নিতে পারবেন। 

আপনি উপরের তালিকা তে যে সকল তথ্য দেখতে পারছেন। আপনার টিন সার্টিফিকেট এর মধ্যে যদি সেই তথ্য গুলোতে ভুল থাকে।

তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই, সেই তথ্য গুলো সংশোধন করে নিতে পারবেন। 

টিন সার্টিফিকেটে যোগাযোগের তথ্য (Contact) পরিবর্তন

যখন আমরা আমাদের টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করি। তখন আমাদের ব্যক্তিগত যোগাযোগ নম্বর বা ইমেইল দিতে হয়।

কিন্তুু অনেক সময় আমরা যদি সেই তথ্য গুলো ভুল প্রদান করি। তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। কেননা, আপনি চাইলে মাত্র কয়েক টি ধাপ ফলো করে সেই যোগযোগ এর ডিটেইলস গুলো সংশোধন করতে পারবেন। 

  1. সবার প্রথমে আপনি আপনার টিন সার্টিফিকেট এর মূল ওয়েবসাইটে প্রবেশ করুন। 
  2. তারপর আপনার যাবতীয় ডিটেইলস গুলো প্রদান করে লগ ইন করুন। 
  3. এখন আপনি সবার উপরে থাকা বাম পাশে “Change Contact” নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেই অপশন এর মধ্যে ক্লিক করতে হবে। 
  4. তারপর আপনি আপনার যে যোগযোগ ব্যবস্থাটি ভুল দিয়েছেন। সেটি সংশোধন করে দিন। 
  5. সবশেষে আপনাকে Save বাটন এর মধ্যে ক্লিক করুন। 

তো উপরে দেখানো পদ্ধতি ফলো করে আপনি আপনার টিন সার্টিফিকেট এর যোগাযোগ নম্বর গুলো পরিবর্তন করে নিতে পারবেন। আশা করি, এতে আপনার কোনো ধরনের সমস্যা হবেনা।

ই টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

সত্যি বলতে এটি খুব সহজ একটা কাজ। যদি আপনি আপনার টিন সার্টিফিকেট সংশোধন করতে চান।

তাহলে আপনাকে প্রথমে NBR Tin Registration এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর তাদের ওয়েব সাইট এর মধ্যে প্রবেশ করার পর, আপনাকে পুনরায় লগ ইন করে নিতে হবে। 

তো যখন আপনি আপনার একাউন্ট এর মধ্যে লগ ইন করবেন। তারপর আপনি আপনার যে সকল তথ্য গুলো সংশোধন করে নিতে চান।

আপনাকে সেগুলোকে আবার এডিট করে নিতে হবে। আর যখন আপনি সেগুলো এডিট করবেন। তারপর আপনাকে Save করার পরে Submit Request এর মধ্যে ক্লিক করতে হবে। 

আর যখন কর্তৃপক্ষ আপনার রিকুয়েষ্ট টি দেখবেন। তারপর তারা যদি আপনার রিকুয়েস্ট এপ্রুভ করে নেয়। তাহলে আপনার টিন সার্টিফিকেট এর মধ্যে থাকা তথ্য গুলো পরিবর্তন হবে।

TIN Registration সাইটে লগইন করুন

যদি আপনি আপনার টিন সার্টিফিকেট এর মধ্যে থাকা কোনো ধরনের তথ্য আপডেট কিংবা সংশোধন করতে চান। তাহলে সর্ব প্রথম আপনাকে এনবিআর এর মূল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

তারপর আপনার নিকট যে লগ ইন করার ডেটা গুলো আছে সেগুলো দিয়ে লগ ইন করতে হবে। যেমন, ইউজার আইডি ও পাসওয়ার্ড। 

তবে কোনো কারণে যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান। তাহলেও চিন্তার কোনো কারন নেই। কেননা, আপনি চাইলে উক্ত ওয়েবসাইট থেকে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার রিকভার করে নিতে পারবেন।

এবং লগ ইন করার পর আপনি আপনার যাবতীয় তথ্য গুলো সংশোধন করতে পারবেন।

তথ্য সংশোধন করুন

তো আপনি যদি আপনার একাউন্ট এর মধ্যে লগ ইন করতে পারেন। তারপর আপনি সবার উপরে থাকা বামপাশের মেনুতে “Correct/Update/Edit” নামের একটি অপশন দেখতে পারবেন।

আপনাকে সেই অপশন এর মধ্যে ক্লিক করতে হবে। আর যখন আপনি উক্ত অপশন এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি ড্রপডাউন মেনু ওপেন হবে।

যেখানে আপনি আসলে কোন ধরনের তথ্য গুলো আপডেট করতে চান। সেটি আপনাকে এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে। 

মেনু থেকে আপনার সংশোধিত অপশন গুলো সিলেক্ট করার পর আপনার সামনে ছোট্ট একটা ফরম ওপেন হবে। যেখানে আপনাকে সঠিক তথ্য গুলো প্রদান করে আপডেট করতে হবে।

এবং যখন আপনি কোনো ধরনের তথ্য সংশোধন করবেন। তখন আপনাকে সংশোধন করার কারণ উল্লেখ করতে হবে। 

এবং আপনি প্রত্যেকবার সংশোধন এর কারন হিসেবে “Typing Mistake” এর কথা বলবেন। এবং আপনি যখন এই সংশোধনীতে আপনার সঠিক উত্তর গুলো প্রদান করবেন।

তখন আপনাকে সবার নিচে থাকা ফাঁকা বক্সে টিক মার্ক দিতে হবে। আর সবশেষে আপনাকে Submit Request পাঠাতে হবে।

কিভাবে দ্রুত টিন সার্টিফিকেট সংশোধন করবেন?

অনেক সময় আমাদের খুব দ্রুততার সাথে টিন সার্টিফিকেট সংশোধন করার প্রয়োজন হয়। তো কোনো কারনে যদি আপনার এই কাজটি খুব জরুরী হয়ে থাকে।

তাহলে আপনি অনলাইনে সংশোধন করার পরিবর্তে সরাসরি কর কমিশন এর অফিসে যোগাযোগ করবেন। 

কারণ, অনলাইনে আবেদন করার পর আপনার রিকুয়েস্ট তাদের কাছে জমা হবে। এবং তারা যাচাই বাচাই করার পর আপনার তথ্য গুলো সংশোধিত হবে।

আর এই কাজটি সম্পন্ন হতে আপনাকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে। 

তবে আপনি যদি অতি দ্রুত টিন সার্টিফিকেট সংশোধন করতে চান। তাহলে যখন আপনি সরাসরি কর কমিশন অফিসে যোগাযোগ করবেন।

তখন অবশ্যই আপনার সাথে বেশ কিছু ডকুমেন্টস রাখবেন। যেমন, আপনার আগের টিন সার্টিফিকেট এর ফটোকপি, আপনি যে তথ্য সংশোধন করতে চান তার সত্যায়িত ডকুমেন্টস।

টিন সার্টিফিকেট সংশোধন নিয়ে কিছুকথা

কোনা কারণে যদি আপনার টিন সার্টিফিকেট এর মধ্যে থাকা তথ্য গুলো ভুল হয়। তাহলে আপনাকে অবশ্যই সেই ভুল তথ্য গুলো সংশোধন করে নিতে হবে।

আর এই সংশোধন করার জন্য আপনাকে আসলে কোন কোন কাজ গুলো করতে হবে। আজকে আমি আপনাকে সেই বিষয়র গুলো ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। 

পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা পূরণ করার নিয়ম

আশা করি, আজকের দেখানো পদ্ধতি গুলো ফলো করে। আপনি খুব সহজেই আপনার টিন সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। কিন্তুু যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়।

তাহলে সেই সমস্যার কথাটি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। 

আর ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অজানা বিষয় গুলো জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top