অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম

অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম : বিভিন্ন সময় আমাদের টিন সার্টিফিকেট যাচাই করার দরকার হয়। আর তখন আমরা অনলাইন থেকে আমাদের টিন সার্টিফিকেট যাচাই করতে চাই।

অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম
অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম

কিন্তুু দঃখজনক হলেও সত্য যে, বর্তমান সময়ে এই সুবিধা টি এখনও চালু হয়নি। তাই আপনি এখন চেষ্টা করলেও অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করতে পারবেন না। 

তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা এবার আমি আপনার সাথে এমন একটি উপায় শেয়ার করবো।

যেটি ফলো করার মাধ্যমে আপনি আপনার টিন সার্টিফিকেট অনলাইন থেকে যাচাই করতে পারবেন। আর সেটি জানতে হলে আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে।

তাহলে আর দেরী না করে চলুন, সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক। 

Tin সার্টিফিকেট যাচাই করার নিয়ম

সাধারনত আমরা যে সকল আর্থিক প্রতিষ্ঠান দেখতে পাই। তারা তাদের এপিআই বা তাদের সার্ভার থেকে খুব সহজেই Tin সার্টিফিকেট যাচাই করে নিতে পারবে।

কিন্তুু আমাদের মতো সাধারন মানুষদের জন্য এমন সুযোগ দেওয়া হয়নি। তাই আমরা ব্যক্তিগত ভাবে আমাদের টিন সার্টিফিকেট যাচাই করতে পারবো না। 

তবে আজকে আমি আপনাকে একটি গোপন টিপস শেয়ার করবো। যার মাধ্যমে আপনিও খুব সহজে আপনার টিন সার্টিফিকেট যাচাই করে নিতে পারবেন।

আপনি আরোও জনাতে পারবেন…

আর আপনি যদি এই টিপস ফলো করে আপনার টিন সার্টিফিকেট যাচাই করতে চান। তাহলে আপনার নিকট ভ্যাট রেজিষ্ট্রেশন অনলাইন ফরম এর দরকার হবে। 

কিন্তুু আমরা অনেকেই জানি যে, এমন ভ্যাট অনলাইন সার্ভিস যুক্ত সাইট গুলো রেজিষ্ট্রেশন না করাই ভালো।

কারন, এই ধরনের ওয়েবসাইট গুলোতে কাজ করতে অনেক সময় ব্যয় হয়। তার উপর আবার আমাদের অনেক ঝামেলা অতিক্রম করতে হবে। 

তবে তারপরও যদি আপনার টিন সার্টিফিকেট যাচাই করা খুব প্রয়োজনীয় হয়। তাহলে আপনি নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করেন।

তাহলে আপনি আপনার প্রয়োজনে টিন সার্টিফিকেট অনলাইনে যাচাই করে নিতে পারবেন।

ধাপ #১: Vat Online Service ওয়েবসাইটে ভিজিট করুন

যদি আপনি আমার দেখানো টিপস ফলো করে টিন সার্টিফিকেট যাচাই করতে চান। তাহলে সবার আগে আপনাকে ”বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড”- এর মূল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে।

আপনি চাইলে উক্ত ওয়েবসাইটে গুগল থেকেও যেতে পারবেন। নতুবা এখানে ক্লিক করে সরাসরি উক্ত সাইটে প্রবেশ করতে পারবেন। 

আর যখন আপনি সেই সাইটে প্রবেশ করবেন। তারপর আপনাকে যে সকল কাজ করতে হবে। সেগুলো নিচে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হলো।

আর আপনি অবশ্যই এই ধাপ গুলো সঠিক ভাবে ফলো করবেন। যেমন, 

  1. এবার আপনি সবার উপরে থাকা Sign Up বাটন এর মধ্যে ক্লিক করুন। 
  2. উক্ত বাটন এর মধ্যে ক্লিক করার পর, আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। যেখানে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য গুলো দিতে হবে। 

এখানে একটা কথা বলে রাখা ভালো। সেটি হলো, উক্ত ফরম এর মধ্যে আপনি যে তথ্য গুলো প্রদান করবেন। সেগুলো তে কোনো ধরনের ভুল করা যাবেনা।

কারন, এখানে যদি আপনি কোনো ধরনের ভুল তথ্য প্রদান করেন। তাহলে আপনি আপনার টিন সার্টিফিকেট যাচাই করতে পারবেন না। 

ধাপ #২: Vat Online Service এ রেজিস্ট্রেশন করুন

রেজিষ্ট্রেশন করার সময় আপনি নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করার চেস্টা করুন। যাতে করে আপনি সঠিক ভাবে বাংলাদেশ রাজস্ব বোর্ড এর ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে পারেন। যেমন, 

  1. সবার প্রথমে আপনি “User Type” নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনাকে Resident সিলেক্ট করে দিতে হবে। 
  2. এবার আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র এর নম্বর দিতে হবে। মনে রাখবেন, এখানে আপনার এনআইডি নম্বরে যেন কোনো ধরনের ভুল না হয়। 
  3. তার ঠিক নিচের অপশনে আপনার ভোটার আইডি কার্ডে থাকা পুরো নামটি টাইপ করে দিন। 
  4. এবার আপনাকে আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে। যে জন্ম তারিখ আপনার এনআইডি কার্ড এর মধ্যে আছে। 
  5. তারপর আপনি Designation নামের একটি অপশন দেখতে পারবেন। সেখানে আপনি Owner সিলেক্ট করে দিবেন। 
  6. এখন আপনাকে আপনার মোবাইল নম্বর প্রদান করতে হবে। তবে এখানে অবশ্যই আপনি আপনার একটি সচল মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করবেন। 
  7. মোবাইল নম্বর এর পাশাপাশি আপনাকে আপনার ব্যবহার করা জিমেইল আইডি প্রদান করতে হবে। 
  8. সবার নিচে আপনি কিছু সিকিউরিটি প্রশ্ন দেখতে পারবেন। তো এখানে আপনি যে প্রশ্ন ও উত্তর গুলো দিবেন। সেগুলো অবশ্যই মনে রাখবেন। নাহলে আপনি পরবর্তীতে আপনার একাউন্ট রিকভার করতে পারবেন না। 

তো আপনি যদি উপরের যাবতীয় তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করেন। তারপর আপনাকে Check বাটন এর মধ্যে ক্লিক করতে হবে।

আর আপনার দেওয়া তথ্য গুলো তে যদি কোনো ধরনের ভুল না থাকে। তাহলে আপনাকে Submit বাটনে ক্লিক করে কনফার্ম করতে হবে।

ধাপ #৩: OTP Verification করুন

উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করার পর। উক্ত রেজিষ্ট্রেশন ফর্ম এর মধ্যে আপনি যে মোবাইল নম্বর প্রদান করেছেন।

সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। আর এবার আপনাকে সেই কোড টি বসিয়ে দিতে হবে। 

যদি আপনি সঠিক কোড বসিয়ে দিতে পারেন। তাহলে আপনি Submit বাটনে ক্লিক করলে সবকিছু ওকে হয়ে যাবে। এবং তারপর আপনি আপনার Submission ID টি দেখতে পারবেন।

আপনি আরোও দেখুন…

তো এই ধাপে আসতে পারলে আপনি নিশ্চিত হয়ে নিবেন যে, আপনার রেজিষ্ট্রেশন করার ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। তােই এবার আপনাকে পরবর্তী ধাপ ফলো করতে হবে।

ধাপ #৪: Login করুন এবং Password সেট করুন

তো এবার আপনার কাজ হলো, লগ ইন করা। তো আপনি রেজিষ্ট্রেশন করার সময় যে ইমেইল আইডি দিয়েছেন।

সেখানে আপনাকে লগ ইন করার জন্য একটি ইউজারনেম এবং একটি অস্থায়ী পাসওয়ার্ড প্রদান করা হবে। যেগুলোর মাধ্যমে আপনি আপনার একাউন্ট এর মধ্যে প্রবেশ করতে পারবেন। 

কিন্তুু যখন আপনি নতুন আইডিতে লগ ইন করবেন। তারপর আপনাকে আবার একটি নতুন পাসওয়ার্ড ঠিক করে দিতে হবে। আর এই কাজ টি করার জন্য আপনাকে নিচের পদ্ধতি গুলো ফলো করতে হবে। 

  1. সবার প্রথমে আপনি আপনার ইমেইল এর মধ্যে থাকা পাসওয়ার্ড টি কপি করে নিন।
  2. এবার আপনি আপনার ইমেইলে পাঠানো লিংক এর মধ্যে ক্লিক করুন। 
  3. তারপর আপনাকে পুনরায় বাংলাদেশ রাজস্ব বোর্ড এর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। 
  4. সেখানে প্রথমে আপনার ইমেইল থেকে কপি করার পাসওয়ার্ড টি Old Password এর ঘরে বসিয়ে দিন। 
  5. তার ঠিক নিচে আপনি আপনার নতুন পাসওয়ার্ড সেট করে দিন। 
  6. এখন Confirm Password এর ঘরে আবার আপনার নতুন পাসওয়ার্ড টি টাইপ করে দিন। 

আর আপনি যখন উপরের কাজটি সঠিক ভাবে করতে পারবেন। তারপর আপনাকে Change Password এর মধ্যে ক্লিক করতে হবে।

আর পরবর্তী সময়ে আপনি যদি কখনও এই ওয়েবসাইটে লগ ইন করতে চান। তাহলে এই পাসওয়ার্ড ও ইউজারনেম দিয়ে লগ ইন করতে পারবেন।

ধাপ #৫: অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করুন

এবার অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার সর্বশেষ ধাপে চলে এসেছেন। তো এখন যদি কারো ব্যক্তিগত টিন সার্টিফিকেট যাচাই করার দরকার হয়।

তাহলে এখন সেটি খুব সহজেই যাচাই করা সম্ভব হবে। সেজন্য প্রথমে আপনাকে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করুন। যেমন, 

  1. প্রথমে আপনাকে আপনার একাউন্ট এর ড্যাশবোর্ড এ ক্লিক করতে হবে। 
  2. তারপর আপনি “Forum” নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে। 
  3. উক্ত অপশনে ক্লিক করার পর আপনাকে আবার “Add Forum” নামের অপশনে ক্লিক করতে হবে। 
  4. এবার আপনি একটা ড্রপডাউন মেনু দেখতে পারবেন। তো এখানে আপনি “Vat/Turnover Tax Registration Form” নামের একটি অপশন সিলেক্ট করে দিবেন। 

যখন আপনি উপরের কাজ গুলো করবেন। তারপর আপনার সামনে একটি নতুন পেজ চালু হবে। এবং তারপর আপনাকে আরো কিছু কাজ করতে হবে।

যখন আপনি সেগুলো করতে পারবেন, তখন আপনি আপনার টিন সার্টিফিকেট অনলাইনে যাচাই করতে পারবেন। 

  1. এবার আপনি “C. general information” নামের একটি অপশন দেখতে পারবেন। 
  2. সেখানে আপনি আপনার ১২ সংখ্যার টিন সার্টিফিকেট নম্বরটি প্রদান করে দিন। 

এখন আপনি যদি টিন সার্টিফিকেট নম্বর প্রদান করার পরে সেই ব্যক্তির নাম দেখতে পারেন। তাহলে বুঝবেন যে আপনার সকল কাজ সঠিক ভাবে সম্পন্ন হয়েছে।

এবং আপনিও সফলভাবে অনলাইন থেকে আপনার টিন সার্টিফিকেট যাচাই করতে পেরেছেন। 

টিন সার্টিফিকেট যাচাই নিয়ে আমাদের শেষকথা

প্রিয় পাঠক, যদিওবা অনলাইনে ব্যক্তিগত ভাবে নিজের টিন সার্টিফিকেট যাচাই করার মতো সুযোগ নেই।

তবুও আজকে আমি আপনাকে একটি গোপস টিপস শেয়ার করছি। যার মাধ্যমে আপনি যেকোনো ব্যক্তির টিন সার্টিফিকেট যাচাই করে নিতে পারবেন। 

তো আশা করি, আজকের দেখানো পদ্ধতি গুলো বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবেনা।

তবে আপনি যদি এমন সব অজানা বিষয় খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। 

আর ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top