জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৪ – Birth Certificate Fees

জন্ম নিবন্ধন ফি কত টাকা : আপনি যখন সরকারি ভাবে জন্ম নিবন্ধন করবেন। তখন অবশ্যই আপনাকে নির্ধারিত জন্ম নিবন্ধন ফি প্রদান কতে হবে।

তবে আমরা অনেকেই জানিনা যে, জন্ম বিবন্ধন ফি কত টাকা বা অনলাইনে জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে। আর সে কারনে, আমরা যখন নতুন জন্ম নিবন্ধন করতে যাই।

তখন অনেক সময় আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা চেয়ে বসে। কিন্তুু আপনি যদি আগে থেকে জন্ম নিবন্ধন ফি কত টাকা সে সম্পর্কে জানেন।

তাহলে কিন্তুু আপনাকে আর বাড়তি টাকা দেয়ার প্রয়োজন পড়বে না। তাই আজকের আলোচনা তে আমি আপনাকে জন্ম নিবন্ধন ফি কত টাকা।

সে সম্পর্কে সঠিক তথ্যটা জানিয়ে দিবো। তো চলুন, আর দেরি না করে সরাসরি মূল আলোচনা ফিরে যাওয়া যাক।

নতুন জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৪

যখন আপনি আপনার শিশুর জন্ম নিবন্ধন করবেন। তখন আপনার শিশুর বয়স এর উপর ভিত্তি করে ফি নির্ধারন করা হবে।

যেমন, আপনার শিশুর বয়স যদি ৫ বছর এর কম হয়। তাহলে আপনাকে সেই শিশুর জন্ম নিবন্ধন করতে ফি হিসেবে মাত্র ২৫ টাকা জমা দিতে হবে।

অপরদিকে আপনার শিশুর বয়স যদি ৫ বছর এর বেশি হয়। তাহলে সেই শিশুর নতুন জন্ম নিবন্ধন করতে মোট ৫০ টাকা নিবন্ধন ফি দিতে হবে।

তবে এগুলো ছাড়াও জন্ম নিবন্ধন সনদ এর ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন পরিমানে ফি ধরা হয়। আর নিচের আলোচনায় আমি আপনাকে সব ধরনের জন্ম নিবন্ধন ফি এর তালিকা প্রদান করলাম।

যেন জন্ম নিবন্ধন সনদ এর কোন কাজে কত টাকা ফি দিতে হবে। সে সম্পর্কে আপনার আগে থেকেই ধারনা থাকে। 

জন্ম নিবন্ধন ফি কত টাকা । Birth Certificate Fees

দেখুন উপরের আলোচনা তে আমি আপনাকে একটা কথা বলেছি। সেটি হলো, জন্ম নিবন্ধন সনদ এর জন্য ভিন্ন কাজে ভিন্ন পরিমানে ফি দেয়ার প্রয়োজন হয়।

কারন, শুধুমাত্র জন্ম নিবন্ধন করা ছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে। যেমন,

  1. আপনি যদি বাংলা ও ইংরেজি ভাষায় আপনার জন্ম নিবন্ধন এর সনদ কপি সংগ্রহ করতে চান। তাহলে আপনার ৫০ টাকা ফি ধরা হবে।
  2. জন্ম নিবন্ধন এর মধ্যে থাকা নাম, পিতা মাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য সংশোধন করার জন্য ৫০ টাকা ফি দিতে হবে।
  3. আপনি যখন আপনার জন্ম নিবন্ধন এর জন্ম তারিখ সংশোধন করবেন। তখন আপনাকে ১০০ টাকা ফি দিতে হবে।
  4. নতুন জন্ম নিবন্ধন করার জন্য ৫ বছরের কম বয়সী শিশুদের ফি ২৫ টাকা। এবং শিশুর বয়স ৫ বছর এর বেশি হলে, ৫০ টাকা ফি নেয়া হবে।

তবে আপনি পরিষদে গেলে আপনার কাছ থেকে কিছু বেশি টাকা রাখবে। তো যারা আসলে জন্ম নিবন্ধন এর ফি কত টাকা করে নেয়া হয় সে সম্পর্কে জানেন না।

তাদের জন্য উপরের এই তালিকাটি অনেক হেল্পফুল হবে। কারন, আপনার জন্ম নিবন্ধন এর ভিন্ন কাজে ভিন্ন পরিমান ফি গুলো উপরের তালিকাতে তুলে ধরা হয়েছে।

তবে জন্ম নিবন্ধন এর এমন কিছু কাজ রয়েছে। যেগুলো করার জন্য আপনাকে কোনো ধরনের টাকা বা ফি দেয়ার প্রয়োজন পড়বে না।

যেমন, আপনি যখন কোনো মৃত্যু সনদ নিবন্ধন করবেন। তখন আপনাকে কোনো ধরনের ফি দিতে হবেনা।

এছাড়াও আপনি তথ্য সংশোধন এর যখন জন্ম নিবন্ধন এর কপি সংগ্রহ করবেন। তখনও আপনাকে কোনো ধরনের ফি দেয়ার দরকার হবেনা।

বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন ফি কত?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, যারা বাংলাদেশের নাগরিক হয়েও বিদেশে অবস্থান করে আছেন।

তো তারাও চাইলে বিদেশে অবস্থান করার সময় বাংলাদেশে মিশন থেকে আপনার শিশুদের জন্ম নিবন্ধন করতে পারবেন। আর যখন আপনি বিদেশ থেকে জন্ম নিবন্ধন করবেন।

তখন আপনার জন্য আলাদা জন্ম নিবন্ধন ফি ধরা হবে। আর বিদেশে অবস্থান করার সময় বাংলাদেশ মিশন থেকে নিবন্ধন করতে কি পরিমান ফি দিতে হবে। তার তালিকা টি নিচে উল্লেখ করা হলো। যেমন,

  1. আপনি যদি বাংলা কিংবা ইংরেজিতে আপনার জন্ম নিবন্ধন এর নিবন্ধন সনদ কপি সংগ্রহ করেন। তাহলে আপনার ১ ইউএস ডলার ফি ধরা হবে।
  2. যখন আপনি আপনার জন্ম নিবন্ধনে থাকা নিজের নাম, পিতার নাম, মাতার নাম সংশোধন করবেন। তখন আপনার ১ ইউএস ডলার ফি ধরা হবে।
  3. তবে জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ পরিবর্তন বা সংশোধন করার জন্য আপনার ২ ইউএস ডলার ফি দিতে হবে।
  4. আর শিশুদের নতুন জন্ম নিবন্ধন করার জন্য আপনার ১ ইউএস ডলার ফি দেয়ার প্রয়োজন পড়বে।
  5. জন্ম তারিখ সংশোধন ফি ২ ইউএস ডলার

তবে আপনি যদি বিদেশে থেকে বাংলাদেশ মিশন থেকে মৃত্যু সনদ নিবন্ধন করেন। তাহলে আপনাকে কোনো ধরনের ফি দিতে হবেনা।

এছাড়াও আপনি যখন আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করবেন। এবং তার পরবর্তী সময়ে সেই সংশোধিত জন্ম নিবন্ধন কপি সংগ্রহ করবেন।

তখনও আপনাকে কোনো ধরনের ফি দিতে হবেনা। কারন, এই কাজ গুলো আপনি বিনা ফি তে করতে পারবেন।

ডিজিটাল/অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৪

আমাদের মধ্যে যেসকল মানুষ এখনও হাতে লেখা জন্ম নিবন্ধন নিয়ে ঘুরছেন। তারা যতদ্রুত সম্ভব আপনার পুরাতন জন্ম নিবন্ধন কে ডিজিটাল করে নিন।

আর যখন আপনি আপনার পুরাতন জন্ম নিবন্ধন কে ডিজিটাল করবেন। তখনও আপনাকে নির্দিষ্ট পরিমান ফি দিতে হবে। আর আপনি যখন এই কাজটি করতে যাবেন। তখন আপনার ফি হিসেবে ১০০ টাকা নেয়া হবে।

সেইসাথে পুরাতন জন্ম নিবন্ধন এর আরো অনেক কাজ করতে হয়। যদি আপনি সেগুলো নিজে থেকে করত পারেন, তাহলে তো ভালোই।

কিন্তুু আপনি যদি তাদের মাধ্যমে সেই কাজ গুলো করে নিতে চান। তাহলে আপনাকে আরো কিছু টাকা বাড়তি খরচ করতে হবে। তাহলে আপনি আপনার পুরাতন ১৬ ডিজিট এর নম্বর থাকা জন্ম নিবন্ধন ডিজিটাল করতে পারবেন।

তবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যাদের পুরাতন জন্ম নিবন্ধনে আরো একটি সমস্যা আছে। আর সেটি হলো, তাদের পুরাতন জন্ম নিবন্ধন এর তথ্য গুলো অনলাইন থেকে যাচাই করা যায়।

কিন্তুু তাদের জন্ম নিবন্ধন এর মধ্যে কোনো ধরনের ইংরেজি তথ্য নেই। তো আপনি যদি আপনার জন্ম নিবন্ধন এর মধ্যে ইংরেজি তথ্য যোগ করতে চান। তাহলেও আপনাকে ১০০ টাকা ফি দিতে হবে। 

জন্ম নিবন্ধন ফি গেজেট ২০২৪

তো যারা নতুন জন্ম নিবন্ধন করতে চান, তাদের জন্ম নিবন্ধন ফি কত টাকা নেয়া হবে। তার তালিকা গুলো উপরের আলোচনা তে দেখতে পাচ্ছেন।

আর আপনি যেন এই ফি সম্পর্কে আরো সঠিক ভাবে জানতে পারেন। সে কারনে এবার আমি আপনাকে জন্ম নিবন্ধন ফি গেজেট নিয়ে কথা বলবো।

কারন, ২০১৮ সালের মার্চ মাসের ৮ তারিখে আমাদের বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার থেকে বিশেষ একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এবং উক্ত প্রজ্ঞাপন এর মধ্যে বাংলাদেশ এর সকল জনগন এর জন্য। জন্ম নিবন্ধন ফি এর নির্দিষ্ট পরিমান ফি নির্ধারন করা হয়েছে। আর উক্ত প্রজ্ঞাপন এর ফি গেজেটে এর ছবি নিচে দেওয়া হলো।

জন্ম নিবন্ধন ফি গেজেট
জন্ম নিবন্ধন ফি গেজেট

জন্ম নিবন্ধন ফি পেমেন্ট

তো এবার আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বলবো। কারন, আমরা আলোচনার শুরু থেকে এখন পর্যন্ত জন্ম নিবন্ধন ফি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তো এখন এই জন্ম নিবন্ধন ফি কিভাবে পেমেন্ট করবেন সে সম্পর্কে কিছু বলা হয়নি। চলুন এবার তাহলে সে সম্পর্কে পরিস্কার ধারনা নেয়া যাক।

দেখুন, আপনি যখন জন্ম নিবন্ধন সংক্রান্ত কোনো কাজ করবেন। তখন অবশ্যই আপনাকে তাদের নির্ধারন করে দেয়া ফি দিতে হবে।

আর নিবন্ধন ফি গুলো সরাসরি ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দেয়া যায়। অথ্যাৎ, আপনি যখন আপনার জন্ম নিবন্ধনের কোনো কাজ করবেন।

তখন আপনি সরাসরি সেই ফি গুলো ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিতে পারবেন।

Q: অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৪

A: আপনি যখন ৪৫ দিন থেকে শুরু করে ৫ বছর এর কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন করবেন। তখন আপনার ২৫ টাকা নিবন্ধন ফি দিতে হবে।

কিন্তুু আপনার শিশুর বয়স ৫ বছর বা এর থেকে বেশি হলে, ৫০ টাকা নিবন্ধন ফি দিতে হবে। আর আপনি যখন বিদেশে থেকে বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন করবেন। তখন আপনার ১ ইউএস ডলার ফি ধরা হবে।

Q: জন্ম নিবন্ধন ইংরেজি করতে কত টাকা লাগে?

A: আপনি যদি আপনার জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে চান। তাহলে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে। কিন্তুু আপনি যদি বিদেশে অবস্থান করে এই কাজটি করতে চান। তাহলে আপনার ফি ধরা হবে, ১ ইউএস ডলার।

Q: জন্ম নিবন্ধন সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম

A: যখন আপনার জন্ম নিবন্ধন সনদ এর মধ্যে থাকা তথ্যে ভুল থাকবে। তখন অবশ্যই আপনাকে সেই ভুল তথ্য থাকা জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে।

আর যখন আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করবেন। তখন আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে। আর উক্তি ফি এর টাকা আপনি সরাসরি আপনার এলাকার ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিতে পারবেন।

Q: জন্ম নিবন্ধন ডিজিটাল করতে কত টাকা লাগে?

A: আপনি যদি এখনও পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন নিয়ে বসে থাকেন। তাহলে খুব দ্রুত আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল করে নিন। আর এই ধরনের পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করতে মাত্র ৫০ টাকা ফি দেয়ার দরকার হয়।

Q: জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে কত টাকা লাগে?

A: একজন ব্যক্তি যখন নতুন জন্ম নিবন্ধন করার জন্য অনলাইনে আবেদন করবে। তখন সেই নতুন জন্ম নিবন্ধন করার জন্য ৫০ টাকা ফি দিতে হবে। 

Q: জন্ম নিবন্ধন সংশোধন ফি কত টাকা?

আপনি যদি জন্ম নিবন্ধন সংশোধন ফি সম্পর্কে জানতে চান তাহলে বলবো  জন্ম তারিখ ছাড়া  সংশোধন ফি লাগবে ৫০ টাকা। তবে বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য ১ ডলার এর বেশী লাগবে।

জন্ম নিবন্ধন ফি নিয়ে আমাদের কিছুকথা

আমরা এমন অনেকেই আছি, যারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধন ফি কত টাকা সে সম্পর্কে জানিনা।

আর আপনি একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই জন্ম নিবন্ধন ফি কত টাকা তা জেনে নেয়া উচিত। সে কারনে আজকের আলোচনায় আমি আপনাকে উক্ত বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারনা দিয়েছি।

যেন, আপনার জন্ম নিবন্ধন ফি এর টাকার পরিমান সম্পর্কে সঠিক তথ্য জানা থাকে।

আর আপনি যদি জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড সম্পর্কে কোনো কিছু জানতে চান। তাহলে তা নিচে কমেন্টে করে জানিয়ে দিবেন।

আমি যথাসাধ্য চেস্টা করবো আপনার সমস্যা গুলোর সমাধান করার। আর এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য গুলো খুব সহজ ভাষায় জানতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সু্স্থ থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top